বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা
উপজেলা সমাজসেবা কার্যালয়, মেলান্দহ, জামালপুর হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা পায় ৮,৭১৪ (আট হাজার সাতশত চৌদ্দ) জন। প্রতি একজন বিধবা ভাতাভোগী মাসে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা। তাহলে ১বছরে ১জন পায় ১২×৫৫০=৬৬০০/- টাকা (ছয় হাজার ছয়শত)। তাহলে দেখা যায় যে অত্র উপজেলা হতে বিধবা ও স্ভাবামী নিগৃহীতা মহিলা ভাতা বাবদ বছরে বিতরণ করা হয় ৬৬০০×৮,৭১৪= ৫,৭৫,১২,৪০০/-(মোট পাঁচ কোটি পচাত্তর লক্ষ বারো হাজার চারশত টাকা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস