প্রতিবন্ধী ভাতা
উপজেলা সমাজসেবা কার্যালয়, মেলান্দহ, জামালপুর হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পায় মোট ৬,৫৮৭ (ছয় হাজার পাঁচশত সাতাশি) জন। প্রতি একজন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী মাসে পায় ৮৫০/- টাকা। তাহলে ১বছরে ১ জন পায় ১২×৮৫০=১০২০০/- টাকা। তাহলে দেখা যায় যে অত্র উপজেলা হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাবদ বছরে বিতরণ করা হয় ১০২০০×৬,৫৮৭= ৬,৭১,৮৭,৪০০/-(মোট ছয় কোটি একাত্তর লক্ষ সাতাশি হাজার চারশত টাকা)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS